Home সারাদেশ বন্দুকযুদ্ধে ইউপিডিএফের ২ সদস্য নিহত

বন্দুকযুদ্ধে ইউপিডিএফের ২ সদস্য নিহত

by Newsroom

রাঙ্গামাটির নানিয়ারচরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউপিডিএফের ২ সদস্য নিহত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সেনা টহলের উপর ইউপিডিএফের  সদস্যরা অতর্কিত গুলিবর্ষণ করলে এ বন্দুকযুদ্ধ হয় বলে জানা গেছে। এ সময় এক সেনা সদস্য গুলিবিদ্ধ হন।

নিহতরা হলেন রকেট চাকমা ও ইন্দ্র জয় চাকমা। তবে স্বজনদের কেউ তাদের খোঁজ করতে আসেনি। মরদেহ দুটি রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনীর নিয়মিত টহলের উপর ইউপিডিএফ মুল (প্রসিত গ্রুপের) সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ। এ সময় এক সেনা সদস্য গুলি বিদ্ধ হয়। আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলিবর্ষণ করে। উভয় পক্ষে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে ইউপিডিএফে ২ সদস্য নিহত হন। আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্যে রাতেই চট্টগ্রাম সিএমএইচে নিয়ে যাওয়া হয়। বর্তমান তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।

এদিকে বন্দুকযুদ্ধের ঘটনায় নানিয়ারচর উপজেলায় চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ পুরো নানিয়ারচর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সাব্বির আহম্মেদ জানান, বন্দুকযুদ্ধের পর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে একটি একে-২২ এসএমজি ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে ১৪ অক্টোবর বুধবার ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা সংবাদ মাধ্যমে এ বিবৃতি দিয়েচেন। সেখানে তিনি বলেন, গতকাল বিকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় ইউপিডিএফের এক সদস্যসহ দুই জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কথিত ‘গোলাগুলির’ নাটক সাজিয়ে তাদের হত্যা করা হয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like