Home অপরাধ টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত

by Newsroom
ইয়াবা ব্যবসায় বিরোধের

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ভাই নিহত হয়েছে। ১৭ জুলাই শুক্রবার রাত দেড়টার দিকে টেকনাফের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকার আমিনুল ইসলামের ছেলে আমানুল হক ওরফে মো. ফারুক (৩৭) ও আজাদুল হক (২৩)।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ  প্রদীপ কুমার দাশের দাবি, নিহতরা মাদক কারবারি। চট্টগ্রামের চন্দনাইশ এলাকা থেকে টেকনাফে ইয়াবা কিনতে গিয়ে আটক হন। পরে তাদেরকে নিয়ে ইয়াবা উদ্ধারে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থলে তল্লাশি করে ২টি দেশীয় তৈরি এলজি, ১১ রাউন্ড কার্তুজ ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছে।

এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে প্রেরণ করা হয়েছে।

ভয়েস টিভি/কক্সবাজার প্রতিনিধি/ডিএইচ

You may also like