3
ভয়েস ডেস্ক: ভোলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে সফিকুল ইসলাম নামে এক জলদস্যু নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে দুই গ্রুপ জলদস্যুর বন্দুকযুদ্ধের খবর পেয়ে ভেদুরিয়া এলাকায় অভিযান চালায় পুলিশ।এ সময় পুলিশকে লক্ষ্য করে জলদস্যুরা গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে একপর্যায়ে দস্যুরা পালিয়ে যায়। পরে সেখান থেকে দস্যু শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার করা হয় একটি বন্দুক ও ৪টি রাম দা। নিহত সফিকুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ ৪টি মামলা রয়েছে।
এদিকে, নওগাঁর পোরশায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দেলোয়ার হোসেন দুখু নামের এক ডাকাত সরদার নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে পোরশা উপজেলার ফকিরের মোড় বালিয়াচন্দ্র ব্রিজের কাছে এঘটনা ঘটে। নিহত দেলোয়ার উপজেলার জহুরার বাগান গ্রামের বাসিন্দা।