Home সারাদেশ ভারী বর্ষণে তলিয়ে গেছে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র

ভারী বর্ষণে তলিয়ে গেছে সুন্দরবনের বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র

by Shohag Ferdaus

ভারী বর্ষণে তলিয়ে গেছে সুন্দরবনের অন্যতম উঁচু স্থান হিসেবে পরিচিত চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। ফলে প্রজনন কেন্দ্রের বন্যপ্রাণীর আবাসস্থল; হরিণ, কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতির বাটারগুল বাচকা কচ্ছপের প্রজনন ক্ষতির মুখে পড়েছে। সুন্দরবনের নিম্নাঞ্চল আরও বেশি উচ্চতার পানিতে প্লাবিত হয়েছে বলে জানা গেছে।

সুন্দরবনের অভ্যন্তরে পানি বৃদ্ধি পাওয়ায় প্রজনন কেন্দ্রে থাকা কুমিরের ডিম তা দেয়ার জন্য উঁচু মাটির একাধিক কেল্লাও হুমকির মুখে পড়েছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের করমজল প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতা মো. আজাদ কবির বলেন, সুন্দরবনের তুলনামূলক উঁচু স্থান হিসেবে পরিচিত করমজল পর্যটন কেন্দ্র তিন ফুট পানিতে তলিয়ে গেছে। লবণ ও বালুযুক্ত কাদামাটির পানিতে কুমির প্রজনন কেন্দ্রের ট্যাংকগুলো ডুবে গেছে। তবে বেষ্টনী থাকায় এখানকার কুমির ও বিলুপ্তপ্রায় প্রজাতির বাটারগুল বাচকা কচ্ছপগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। তবে সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন এলাকায় বিচরণরত কুমিরগুলোর আবাসস্থল ও ডিম পাড়ার স্থান ডুবে গেছে। ফলে এবার কুমিরের বাচ্চা বৃদ্ধি অনিশ্চিত।

তিনি আরও বলেন, করমজল প্রজনন কেন্দ্রের সব প্রাণী ও কুমিরের জন্য দেয়ালের পাশে থাকা উঁচু মাটির কেল্লার ডিম পানি থেকে এখনও সুরক্ষিত রয়েছে। তবে পানি আরও বৃদ্ধি পেলে তা ক্ষতির মুখে পড়তে পারে।

ভয়েস টিভি/এসএফ

You may also like