Home সারাদেশ গুলি করে বৈদ্যুতিক ফাঁদ পেতে ফের বন্যহাতি হত্যা

গুলি করে বৈদ্যুতিক ফাঁদ পেতে ফের বন্যহাতি হত্যা

by Shohag Ferdaus
বন্যহাতি

কক্সবাজারের রামু উপজেলায় বৈদ্যুতিক ফাঁদ পেতে ফের বন্যহাতি হত্যা করা হয়েছে। গত ১৫ নভেম্বর উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে প্রথমে বৈদ্যুতিক শক ও পরে গুলি করে বন্যহাতিটি হত্যা করা হয়। এ ঘটনায় ১৭ নভেম্বর আবুল কালাম আযাদসহ তিন জনের বিরুদ্ধে রামু থানায় মামলা দায়ের করেছেন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান।

মামলার আসামিরা হলেন, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বাটপাড়া এলাকার আব্দুল মোতালেবের ছেলে আবুল কালাম, খরইল্যাছড়ি সাইরারঘোনা এলাকার মৃত শায়ের মাহমুদের ছেলে নুরুল হক ও একই এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে সুলতান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর ভোর সাড়ে ৪ টার দিকে রামু পানেরছড়া রেঞ্জের দক্ষিণ মিঠাছড়ি মৌজার খুুরুরিয়ারছড়ার সাইরার ঘোনা নামক এলাকায় বৈদ্যুতিক তারের ফাঁদ তৈরি করে বন্যহাতি হত্যা করা হয়। এর মধ্যে আসামি সুলতানের বাড়ি থেকে বৈদ্যুতিক সংযোগ নেয়া হয়েছিলো। মামলার আরেক আসামি আবুল কালামের অবৈধ অস্ত্র দিয়ে হাতিটিকে গুলি করা হয়, যা ময়নাতদন্তে উল্লেখ রয়েছে।

বনবিভাগের পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, বন্যহাতি হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে রামু থানায় মামলা করা হয়েছে। যেখানে মৃত হাতিটি পড়ে ছিল সেটি জোত জমি। এর পাশেই ছিল বন। ঘটনাস্থলের প্রায় ১০০ মিটার দূরে বাড়িঘর রয়েছে। এসব বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ আছে। হাতিটিকে বৈদ্যুতিক শক ও গুলি করে করে হত্যা করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমিরুজ্জামান জানান, বন্যহাতি হত্যার ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে। পুলিশ জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like