Home সারাদেশ বন্যায় কুড়িগ্রামে ১৪০ কোটি টাকার ফসল বিনষ্ট

বন্যায় কুড়িগ্রামে ১৪০ কোটি টাকার ফসল বিনষ্ট

by Newsroom
বন্যায় কুড়িগ্রামে

কুড়িগ্রাম: কুড়িগ্রামে উচ্চ মুনাফায় ঋণ নিয়ে সবজী চাষ করে চরম ক্ষতির মুখে পড়েছে বানভাসী কৃষকরা। চলতি মৌসুমে দীর্ঘস্থায়ী বন্যায় ফসল নষ্ট হওয়ায় লোকসান গুণতে হচ্ছে। আর ফসল ঘরে তুলতে না পেরে চরম হতাশায় পড়েছেন তারা।

জানা গেছে, চলতি বছর কুড়িগ্রামে তিন দফা বন্যায় ৭৬টি ইউনিয়নের মধ্যে ৫৬টি ইউনিয়নের ৫০০টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার কারণে মাঠে রোপনকৃত ধান, পাট, ভুট্টা, কাউন, চিনা, তিল ও মরিচসহ ১৭ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গেছে।

কুড়িগ্রাম কৃষি অফিসের দেয়া তথ্য থেকে জানা গেছে, এতে ক্ষতির পরিমান দাঁড়িয়েছে ১৪০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত ১ লাখ ৩৫ হাজার কৃষকদের মধ্য থেকে পর্যায়ক্রমে ২৭ হাজার ৭৬১ জন হাজার কৃষককে সবজি বীজ বিতরণ করা হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এরইমধ্যে ১০৫টি কমিউনিটি বীজতলা, শতাধিক ভাসমান বীজতলা ও ১১২টি ট্রে বীজতলা প্রস্তুত করা হয়েছে।

ঋণ নিয়ে সবজী চাষ করেছেন বিভিন্ন এলাকার কৃষক। তারা চেয়েছিলেন এসব সবজি বিক্রি করে কিস্তি শোধ করতে করবেন।

সরকার আপদকালিন কমিউনিটি বীজতলা তৈরীর মাধ্যমে কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহের চেষ্টা করছে বলে জানালেন কুড়িগ্রাম খামারবিাড়ীর উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

তিনবারের বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকরা চান সরকারি সহায়তা।

ভয়েস টিভি/টিআর

You may also like