Home ভিডিও সংবাদ বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষ মাছচাষী

বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধলক্ষ মাছচাষী

by Amir Shohel

রংপুর : এবারের বন্যায় ভেসে গেছে রংপুর অঞ্চরের ২০ হাজার খামারের পোনা ও মাছ । এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ হাজার মাছচাষী।লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে কয়েক’শ কোটি টাকা।

পীরগাছা উপজেলার পারুল সুন্দর গ্রামের তৈয়বুর রহমান তুষার স্বাবলম্বী হওয়ার স্বপ্নে ১০ একর জমির ওপর করেছিলেন মাছের খামার। কিন্তু বন্যায় মাছের খামার ভেসে যাওয়ায় এখন তিনি দিশেহারা।

তুষারের মতই মাছ চাষ করে স্বাবলম্বী হতে চাওয়া অনেক উদ্যোক্তারাই এখন একই অবস্থা। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহযোগিতা চান তারা।

মাছ চাষে আগ্রহী যুবকদের স্বপ্ন যেন এভাবে আর বানের জলে ভেসে না যায়, সেজন্য সরকারি প্রণোদনার দাবি ক্ষতিগ্রস্তদের।

মৎস অধিদপ্তরের উপ বিভাগীয় পরিচালক ড. মুহা. সাইনার আলম বলেন, সরকারি সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত মাছ চাষীদের সহযোগিতা করা হবে।

 

ভয়েসটিভি/প্রতিবেদক/এএস

You may also like