যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের লেক উইনেপেসোকির অল্টন বে এলাকায় এ বছর জমে যাওয়া লেকের ওপর বিমানবন্দর পরিচালিত হচ্ছে। বরফের পুরুত্ব নির্দিষ্ট পরিমাণ থাকায় তা সম্ভব হচ্ছে। ডয়েচে ভেলে।
এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একের পর এক বিমান ওঠানামা করছে বরফের ওপরেই। আসলে এটি ছিল একটি লেক। যা শীতে জমে বরফে পরিণত হয়েছে।
বিমানবন্দর হিসেবে বরফের লেক ব্যবহারের জন্য লোকবলও নিয়োগ করা হয়েছে সেখানে। তারাই বিমানগুলো অবতরণ ও উড্ডয়নের দিক নির্দেশনা দিচ্ছেন।
ওই বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, লেকের পানি জমে যদি সর্বত্র ১২ ইঞ্চি পুরু বরফ তৈরি হয় তবেই কেবল বিমানবন্দর পরিচালনা করা সম্ভব।
তবে কোথাও যদি ১১.১০ ইঞ্চিও হয় তবে সেক্ষেত্রে সম্ভব হবে না। এবছর শীত বেশি হওয়ায় লেকেরে সর্বত্র ১২ ইঞ্চি বা তার বেশি বরফ জমেছে। এজন্য এখানে বিমানবন্দর পরিচালনা সম্ভব হচ্ছে।
ভয়েস টিভি/এসএফ