Home রাজনীতি বরিশালে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ

বরিশালে যুবদলের দুই গ্রুপের সংঘর্ষ

by Newsroom

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে যুবদলের প্রস্তুতি সভায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় হাতাহাতিসহ চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটে। ২৫ ডি‌সেম্বর শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরের সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা কমিটির কর্মী সভা আয়োজনের জন্যে রাতে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এ সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি এবং চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে।

এ সময় মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলামের ওপর সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন গ্রুপ চড়াও হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ বলেন, যুবদলের কেন্দ্রীয় নেতারা জেলা যুবদলের নেতাদের সঙ্গে মতবিনিময় করছিলো পার্টি অফিসে। এসময় আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে কিছু সময় নিয়ে তাদের সঙ্গে কথা বলতে বসি।

এসময় হঠাৎ করে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আওয়ামী লীগের ইন্ধনে আমাদের ওপর হামলা চালিয়েছে এবং পার্টি অফিস ভাঙচুর করেছে। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে আমাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে মাজহারুল ইসলাম জাহান বলেন, সামনে আমাদের কর্মী সভা উপলক্ষে মতবিনিময় সভায় অংশগ্রহণ করি আমরা। সেখানে দলের সম্পাদক মাসুদ হাসানের বিভিন্ন স্বেচ্ছাচারিতার অভিযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং তার অনুসারীদের নিয়ে আমার ওপর হামলা চালান। এতে আমিসহ যুবদলের ১০ কর্মী আহত হয়েছেন।

ঘটনার ব্যাপারে মাসুদ হাসান মামুনের বক্তব্য নেওয়ার জন্যে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে হাতাহাতির ব্যাপারে জেলা যুবদল সভাপতি পারভেজ আকন বিপ্লব উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এক ঘরে একাধিক ভাই থাকলে একটু ঝগড়া হতেই পারে। এটা বড় কোনো ঘটনা নয়।

ভয়েস টিভি/এমএইচ

You may also like