Home খেলার খবর ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হলেন কেভিন ডে ব্রুইনে

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হলেন কেভিন ডে ব্রুইনে

by Newsroom
বর্ষসেরা ফুটবলার

ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হলেন কেভিন ডে ব্রুইনে। ২০১৯-২০ মৌসুমে ব্যক্তিগতভাবে দুর্দান্ত খেলার জন্য এই স্বীকৃতি পেলেন তিনি।

ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার।

২০১৯-২০ মৌসুমের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে ডে ব্রুইনে পেছনে ফেলে দিয়েছেন সংক্ষিপ্ত তালিকায় থাকা গতবারের বিজয়ী লিভারপুলের ভার্জিল ফন ডাইক, ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ড, সাদিও মানে, জর্ডান হেন্ডারসন ও ক্লাব সতীর্থ রাহিম স্টার্লিংকে।

ইংল্যান্ডে ১৯৭৩-৭৪ মৌসুম শেষে চালু হওয়ার পর সিটির প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। ক্লাবের প্রথম হওয়ায় ২৯ বছর বয়সি বেলজিয়ান মিডফিল্ডার নিজেও অবাক।

কেভিন ডে ব্রুইনে বলেন, সতীর্থ, অন্য দলের প্রতিদ্বন্দ্বী, যাদের বিপক্ষে মাঠে সবসময় খেলি তারা আমাকে সেরা খেলোয়াড় হওয়ার জন্য ভোট দিয়েছে, এটি অসাধারণ ব্যাপার। এটি অনেক বড় সম্মান।

প্রিমিয়ার লিগে ১৩ গোলের পাশাপাশি লিগের এক মৌসুমে সর্বোচ্চ ২০টি অ্যাসিস্টের রেকর্ড করেন কেভিন ডে ব্রুইনে।

ভয়েস টিভি/টিআর

You may also like