Home শিক্ষাঙ্গন বশেমুরবিপ্রবি’র নতুন উপাচার্য অধ্যাপক মাহবুব

বশেমুরবিপ্রবি’র নতুন উপাচার্য অধ্যাপক মাহবুব

by Shohag Ferdaus
বশেমুরবিপ্রবি’র

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।

২ সেপ্টেম্বর বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১০(১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ কিউ এম মাহবুবকে (অবসরপ্রাপ্ত) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেয়া হয়েছে।

বশেমুরবিপ্রবি’র উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। পদের সমপরিমাণ বেতনভাতা ভোগ করবেন। পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগসুবিধা ভোগ করবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং রাষ্ট্রপতি মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বেই তার নিয়োগ বাতিল করতে পারবেন বলেও আদেশে বলা হয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন ও ইউজিসির তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে পদত্যাগ করতে বাধ্য হন বশেমুরবিপ্রবি’র তৎকালীন উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসিরউদ্দিন। এরপর থেকে ভারপ্রাপ্ত উপাচার্য দিয়েই চলছিল বিশ্ববিদ্যালয়টি। দীর্ঘ ১১ মাস পর স্থায়ী উপাচার্য পেল বশেমুরবিপ্রবি।

ভয়েস টিভি/এসএফ

You may also like