Home প্রবাসী ইউরোপের দেশগুলোতে ঢুকতে বসনিয়ার বনে কয়েক শ বাংলাদেশি

ইউরোপের দেশগুলোতে ঢুকতে বসনিয়ার বনে কয়েক শ বাংলাদেশি

by Newsroom
বসনিয়ার বনে

ইউরোপের দেশগুলোতে ঢুকতে ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী বসনিয়ার বনে বসে আছেন অনেক অভিবাসনপ্রত্যাশী। কয়েকটি দেশের নাগরিকদের দলটিতে কয়েক শ বাংলাদেশি রয়েছেন।

লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়া ছাড়াও বসনিয়া-হার্জেগোভিনা হয়ে ক্রোয়েশিয়া অতিক্রম করে স্লোভেনিয়াও হয়ে উঠেছে ইউরোপে প্রবেশের রুট। মধ্য ইউরোপের পাশাপাশি এই তিনটি দেশ থেকে অড্রিয়াটিক সাগর পাড়ি দিলেই ইতালি ।

রয়টার্স জানায়, ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে বসনিয়ার ভেলিকা ক্লাদুসা শহরের কাছে জঙ্গলে অভিবাসনপ্রত্যাশীর দলটির সন্ধান পাওয়া যায়। যাদের মধ্যে রয়েছেন বাংলাদেশসহ পাকিস্তান, মরক্কো ও আলজেরিয়ার নাগরিক।

আরও পড়ুন- গ্রিসের আপত্তি ও ইউউ’র হুমকি সত্ত্বেও সমুদ্রে তুরস্কের অনুসন্ধান

প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে পরিত্যক্ত একটি কারখানা ভবন ও তার আশপাশে কার্ডবোড, গাছের ডাল ও পলিথিন দিয়ে বানানো তাঁবুতে আছেন তারা। প্রচণ্ড শীতে কাঁপছেন তারা, ঠাণ্ডা থেকে বাঁচতে জ্বালিয়ে রেখেছেন আগুন।

রয়টার্স সাংবাদিকের কাছে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে থাকা মোহাম্মদ আবুল নামে একজন বাংলাদেশি বলেন, ‘এখানে অনেক সমস্যা। থাকার ঘর নেই, পানি নেই, টয়লেট নেই, কোনো চিকিৎসার ব্যবস্থাও নেই।’

এ সপ্তাহেই স্লোভেনিয়ায় বেশ কয়েকজন বাংলাদেশির আটকের খবর প্রকাশ পায়। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ঢুকতে মানুষের চেষ্টা সাম্প্রতিক বছরগুলোতে আলোচিত বিষয়।

এর মধ্যে ভূমধ্যসাগরে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটছে প্রায়ই। যেখানে শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীরাও।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like