Home জাতীয় বসলো ৪০তম স্প্যান, পদ্মাসেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান

বসলো ৪০তম স্প্যান, পদ্মাসেতুর ৬ কিলোমিটার দৃশ্যমান

by Amir Shohel

মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর ৪০তম স্প্যানটি বসানোয় দৃশ্যমান হলো পদ্মা সেতুর সেতুর ৬ কিলোমিটার।

৪ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা ৫৮ মিনিটের দিকে ৪০তম স্প্যান ‌‌‘টু-ই’ সফলভাবে স্থাপন করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের।

৩৯তম স্প্যান বসানোর ৮ দিনের মাথায় বসানো হলো এ স্প্যানটি। আর এখন ১৫০ মিটার দৈর্ঘ্যের একটি স্প্যান বসানো হলেই ৬ হাজার ১৫০ মিটার সেতুর অবকাঠামো দৃশ্যমান হবে।

গেল দুই মাসে সেতুতে ৮টি স্প্যান বসিয়ে রেকর্ড তৈরি করেছেন দেশি-বিদেশি প্রকৌশলীরা। বিজয়ের মাসে ১৫ ডিসেম্বরের মধ্যে স্প্যান বসানোর কাজটি সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।

ভয়েসটিভি/এএস

You may also like