Home সারাদেশ সুনামগঞ্জে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

by Shohag Ferdaus
মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে জুনু মিয়া (৩৩) নামে এক ব্যবসায়ীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ নভেম্বর বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি পূর্বপাড়ায় তার বসতবাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) হায়াতুন নবী সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, ৪ নভেম্বর রাতে নিহত জুনু মিয়ার বড় ভাইয়ের ছেলে অসুস্থ হয়ে পড়লে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান তিনি। পরে রাতেই জুনু মিয়া বাড়ির উদ্দেশে বের হন। কিন্তু রাতে বাড়িতে না আসলে সকালে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির পাশে বস্তুাবন্দি অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে স্বজনরা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা যায় পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে এর কারণ জানা যাবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

তারা হলেন, নিহতের ছোট ভাইয়ের স্ত্রী হাফসা বেগম ও তার ভাই নুরুল এবং নিহতের স্ত্রী রুবি আক্তার।

এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম)। এসময় তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনা কে বা কারা করেছে তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like