Home সারাদেশ ধান চুরির অভিযোগে বাঁশের খুঁটিতে বেঁধে বৃদ্ধ ভিক্ষুককে নির্যাতন

ধান চুরির অভিযোগে বাঁশের খুঁটিতে বেঁধে বৃদ্ধ ভিক্ষুককে নির্যাতন

by Shohag Ferdaus
ভিক্ষুককে

নেত্রকোনার একটি গ্রামে ভিক্ষা করতে গিয়ে আধ বস্তা ধান চুরির অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এক বৃদ্ধ ভিক্ষুক।

২৮ এপ্রিল বুধবার বিকেলে জেলার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে ভিক্ষুক নির্যাতনের এ ঘটনাটি ঘটে।

নির্যাতনের শিকার ওই ভিক্ষুকের নাম আব্দুল বারেক। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বাঁশের খুঁটিতে বেঁধে বৃদ্ধ ওই ভিক্ষুককে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা জানা গেছে, বোরো ধান কেটে ঘরে তোলার মৌসুমে প্রতি বছরই হাওরাঞ্চল মদন উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ভিক্ষা করতে (ধান সংগ্রহ) আসেন আব্দুল বারেক। বুধবার তিনি মদনের গোবিন্দশ্রী গ্রামে ভিক্ষা করছিলেন। বিকেলে গোবিন্দশ্রী গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাসুদ মিয়ার বাড়িতে অবস্থান করার সময় ওই বাড়ির লোকজন তাদের বাড়ি থেকে আধ বস্তা ধান চুরির অভিযোগ তোলেন ভিক্ষুক আব্দুল বারেকের বিরুদ্ধে। এ সময় তিনি তা অস্বীকার করলে মাসুদ মিয়া ওই বৃদ্ধ ভিক্ষুককে বাঁশের খুঁটিতে বেঁধে রেখে ঘণ্টাব্যাপী অমানবিক নির্যাতন করেন।

এ বিষয়ে ২৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সীর সঙ্গে কথা হলে তিনি বলেন, বৃদ্ধ ভিক্ষুক আব্দুল বারেককে নির্যাতনকারী মাসুদকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভয়েস টিভি/এসএফ

You may also like