মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করায় দেশটির রাজধানী কুয়ালালামপুরের কোটা দামনসারা ও ক্লাং এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ২৭ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে ১৭৭টি বিদেশি পাসপোর্ট, দুটি কম্পিউটার, প্রিন্টারের দুটি ইউনিট ও একটি আলজা গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত ও নেপালের নাগরিকও রয়েছেন। তবে কোন দেশের কতজন গ্রেফতার হয়েছেন তা উল্লেখ করা হয়নি। তাদের ১৪ দিনের রিমান্ডে পাঠানো হবে বলে জানিয়েছেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহামাদ শুকরি নাভি।
ইমিগ্রেশন বিভাগের পরিচালক শুকরি নাভি বলেন, গ্রেফতারকৃতদের কাছে বৈধ পাস বা পারমিট নেই। অবৈধভাবে অবস্থান করছেন তারা। এদের অবৈধভাবে নিয়োগ দেয়া নিয়োগকর্তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।
জানা গেছে, অভিযানে ভুয়া জাল সনদ তৈরি সিন্ডিকেটের আট সদস্যকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই সিন্ডিকেটের মূলহোতা দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।
ভয়েস টিভি/এসএফ