Home খেলার খবর বাংলাদেশের হতাশার সেশন

বাংলাদেশের হতাশার সেশন

by Imtiaz Ahmed

টস জিতে ব্যাট করতে নেমে বেশ সাবধানী শুরু করেছেন দুই লঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ও লাহিরু কুমরা। দুজনে মিলে প্রথম সেশনে স্কোরবোর্ডে তুলেছেন ৬৬ রান। কিন্তু এর মধ্যেই একাধিকবার সুযোগ তৈরি করে বাংলাদেশ। কিন্তু, একবারও কাজে লাগাতে পারলেন না। বেশ কয়েকবারই সুযোগ হাতছাড়া করল মুমিনুল হকের দল।

প্রথম ঘণ্টাতেই লঙ্কান অধিনায়ককে দুবার এলবির ফাঁদে ফেলতে আবেদন করেছে বাংলাদেশ। কিন্তু, সাফল্য আসেনি। এরপর করুনারত্ন ও লাহিরুর জুটি ভাঙার সুযোগ এসেছিল ২০তম ওভারে। তাসকিন আহমেদের করা বল করুনারত্নের ব্যাট ছুঁয়ে তা স্লিপে যায়। কিন্তু সেখানে থাকা নাজমুল হোসেন শান্ত ক্যাচ মুঠোয় জমাতে পারেননি। ২৮ রানে জীবন পান শ্রীলঙ্কা অধিনায়ক। এ ছাড়া মিড অনেও ক্যাচের সুযোগ হাতছাড়া করেছেন অধিনায়ক মুমিনুল। শেষ পর্যন্ত ৬৬ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় লঙ্কানরা। যদিও স্বাগতিকদের রানের গতি নিয়ন্ত্রণে রেখেছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা।

প্রথম টেস্টে ছয় ব্যাটসম্যান এবং পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। এবারও ব্যতিক্রম হয়নি। একাদশে তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে এই ম্যাচে পেস বিভাগে একটি পরিবর্তন আনা হয়েছে। একাদশ থেকে ছিটকে গেছেন এবাদত হোসেন। তাঁর বদলে টেস্ট অভিষেক হয়েছে তরুণ পেসার শরিফুল ইসলামের। বাংলাদেশের ৯৭তম টেস্ট ক্রিকেটার ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

কদিন আগেই নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান শরিফুল। এবার টেস্ট অভিষেকও হয়ে গেল মাত্র আটটি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই পেসারের।

ভয়েস টিভি/আইএ

You may also like