Home খেলার খবর তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলে নাঈম

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দলে নাঈম

by Imtiaz Ahmed

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ দল। এবার শেষ ম্যাচে লক্ষ্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করা। এই ম্যাচকে সামনে নাঈম শেখকে দলে নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

আজ বুধবার এক বিবৃতিতে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাঈম ছাড়া শেষ ওয়ানডের দলে আর কোনো পরিবর্তন নেই।

টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নিয়মিত মুখ নাঈম। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন তিনি। কিন্তু সেবার একটি ম্যাচেও খেলতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে তাঁকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছিল। এবার মূল দলে সুযোগ পেলেন নাঈম।

নিউজিল্যান্ড সফরে ব্যর্থতার পর ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষেও ফর্মে নেই ডানহাতি ব্যাটসম্যান লিটন।

সিরিজ শুরুর আগে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। শেষ ওয়ানডেতে নাঈমসহ বাংলাদেশের স্কোয়াড হচ্ছে ১৬ জনের।

আগামী ২৮ মে মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়। প্রথম দুই ম্যাচে জিতে এরই মধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে তামিম ইকবালের দল।

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান, শরিফুল ইসলাম।

ভয়েস টিভি / আইএ

You may also like