Home খেলার খবর মাঠে গিয়ে অনুশীলন করতে মুখিয়ে বাংলাদেশ দল

মাঠে গিয়ে অনুশীলন করতে মুখিয়ে বাংলাদেশ দল

by Imtiaz Ahmed

করোনাভাইরাসের মহামারির মধ্যে প্রথমবার বিদেশ সফরে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছার পর প্রথম দুদিন হোটেল রুমেই কেটেছে ক্রিকেটারদের। এমনকি একজনের সঙ্গে আরেকজনের দেখা করাও মানা ছিল। দুদিন পর কিছুটা সময়ের জন্য বের হওয়ার সুযোগ মিলেছে। কিন্তু এখনও সতীর্থরা সবাই এক হতে পারেননি। অনুশীলনও শুরু করতে পারেননি।

কোয়ারেন্টিনের সময় শেষ করে দ্রুত অনুশীলনে ফিরতে মুখিয়ে আছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। অনুশীলনে ফিরলে পুরোদমে ক্রিকেটে ফোকাস ফিরবে বলে মনে করেন তিনি।

নিউজিল্যান্ড সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২০ মার্চ থেকে শুরু হয়ে যা চলবে ১ এপ্রিল পর্যন্ত। এই ছোট সূচির জন্য বাংলাদেশকে থাকতে হচ্ছে প্রায় দেড় মাসের মতো। নভেল করোনাভাইরাসের কারণে এই কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে।

সফরের অষ্টম দিন থেকে জিম ও সীমিত পরিসরে অনুশীলন করতে পারবেন বাংলাদেশের ক্রিকেটারেরা। আপাতত সেই অপেক্ষায় তামিম।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ওয়ানডে অধিনায়ক তামিম বলেন, ‘যদি আমাদের সবার কোভিড টেস্ট নেগেটিভ আসে তাহলে আমরা পরশু দিন থেকে জিম ব্যবহার করতে পারব। এখানে দুইটা জিম আছে নিচে, যেখানে আমরা ভিন্ন ভিন্ন গ্রুপে গিয়ে ব্যবহার করতে পারব, সঙ্গে আট নম্বর দিন থেকে যদি সব ঠিকঠাক থাকে তখন আমাদের ছোট ছোট গ্রুপে অনুশীলনের সুযোগ দেওয়া হবে। যেখানে আমরা মাঠে গিয়ে অনুশীলন করতে পারব। আমি এটার দিকেই তাকিয়ে আছি। অনেকদিন হয়ে গেল, এগুলো যখনই শুরু হয়ে যাবে তখনই আশা করি আমাদের ফোকাসটা পুরোপুরি ক্রিকেটে ফিরে আসবে।’

এ ছাড়া সিরিজে নিজের আশা নিয়ে তামিম বলেন, ‘আমার এটা প্রথম বিদেশ সফর অধিনায়ক হিসেবে। আমি আশাবাদী। আমি নিশ্চিত প্রথম ওয়ানডে শুরু হবার আগে আমাদের যে প্র্যাকটিস সেশন আছে সেখানে আমরা দল হিসেবে তৈরি হতে পারব। সত্যি কথা আমি যা অনুভব করি, দলের সবার সঙ্গে কথা বলে যা অনুভব করেছি সবাই ভালো করতে চায় বাংলাদেশ দলের জন্য। আমরা আশাবাদী, দেখা যাক।’

অধিনায়ক আরও বলেন, ‘যেটা আমি সবসময়ই বলি, বাংলাদেশ দলের ওই সক্ষমতা সবসময়ই আছে। যদি আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করি, সবাই যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, একসঙ্গে ভালো পারফর্ম করি, আমরা যেকোনো দলকে হারাতে পারি। এটা আমি বিশ্বাস করি, আমি নিশ্চিত দলের সবাই এটা বিশ্বাস করে। আমরা সবাই আশাবাদী।’

ভয়েস টিভি/আইএ

You may also like