Home খেলার খবর দর্শক নিয়েই মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল

দর্শক নিয়েই মাঠে ফিরছে বাংলাদেশ ফুটবল

by Newsroom
ফুটবল

করোনার কারণে স্থগিত হওয়ার পর ধাপে ধাপে শুরু হয়েছে দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ইভেন্ট। নেপালের বিপক্ষে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক দুটি ফুটবল ম্যাচে গ্যালারিতে থাকবে দর্শক।

২৫ অক্টোবর রোববার আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর  বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে’র সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগ বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকে বাফুফের পক্ষ থেকে ফিফার তিনটি প্রটোকল উপস্থাপন করা হয়েছে।

তার মধ্যে একটা দর্শকবীহিন, দর্শকসহ ও সীমিত দর্শক। যেহেতু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২৬ থেকে ২৭ হাজার। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে স্টেডিয়ামের প্রতিটি গ্যালারিতে দুই হাজার দর্শক উপস্থিত হতে পারবেন।

এ লক্ষ্যে সর্বোচ্চ ৮ থেকে ৯ হাজার টিকেট ছাড়া হবে বলেও জানান বাফুফে’র সাধারণ সম্পাদক। তিনি আরও জানান, খেলা দেখতে আসা দর্শকদের মাঠে প্রবেশের আগে তাপমাত্র পরিমাপ ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি সুনিশ্চিত করা হবে।

নেপালের বিরুদ্ধে ফুটবল ম্যাচ দুটি শুরু হতে যাচ্ছে আগামী ১৩ ও ১৭ নভেম্বর। আর ডিসেম্বরে ফেডারেশন কাপ দিয়ে শুরু হবে ঘরোয়া ফুটবলের মৌসুম।

ভয়েস টিভি/টিআর

You may also like