বাংলাদেশ ও ভারত দুদেশের মধ্যকার স্থগিত হওয়া স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ২৭ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ১০টায় ভার্চুয়ালি এ বৈঠকে মিলিত হবেন দু’দেশের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
২৬ ফেব্রুয়ারি শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীনের একান্ত সচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবেন। ভারতের পক্ষে বৈঠকে দেশটির স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা নেতৃত্ব দেবেন।
সকাল সাড়ে ১০টায় এ বৈঠক শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে বলেও জানান মাহবুবুল আলম। গত বছরের ২৯ নভেম্বর দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু করোনার দ্বিতীয় পর্যায় শুরু হওয়ায় বৈঠকটি স্থগিত করা হয়।
ভয়েসটিভি/এএস