Home খেলার খবর বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দেখা যাবে ৫০ টাকায়

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দেখা যাবে ৫০ টাকায়

by Imtiaz Ahmed

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচেটি মাঠে গড়াবে ১৫ মে। বিসিবি সিরিজটিকে সামনে রেখে স্টেডিয়ামে পূর্ণ ধারণক্ষমতায় দর্শক মাঠে প্রবেশ করার অনুমতি দিয়েছে এবারও।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ।

১৪ মে থেকে শুরু হবে টিকিট বিক্রি।স্টেডিয়ামসংলগ্ন বিটাক মোড়ে বিক্রি হবে ম্যাচের টিকিট।

এবার টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। আর সর্বনিম্ন টিকিটের দাম ৫০ টাকা।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের ৩০০, ক্লাব হাউসের ২০০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ডের ১০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে থেকে। ওই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু ২২ মে।

সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে বুথের মাধ্যমে বিক্রি করা হবে এই ম্যাচের টিকিট।

হোম অফ ক্রিকেটের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

ভিআইপি স্ট্যান্ডের ৩০০, শহীদ মুশতাক ও জুয়েল স্ট্যান্ডের ২০০ টাকা, নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের ১০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারিত হয়েছে ৫০ টাকা।

বৃহস্পতিবার সিরিজের টাইটেল স্পনসর ঘোষণার জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটো।

You may also like