Home জাতীয় বাংলাবান্ধা ও হিলি স্থলবন্দরে আমদানি-রফতনি বন্ধ

বাংলাবান্ধা ও হিলি স্থলবন্দরে আমদানি-রফতনি বন্ধ

by Newsroom

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা ও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পাথরসহ সব ধরনের পণ্যের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

২৬ জানুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় আমদানি-রফতানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ভারতের ফুলবাড়ি ও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকাল থেকে পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে আমাদানি রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে করোনা প্রতিরোধ শর্ত মেনে আটকে পড়ে থাকা পার্সপোট যাত্রীদের পারাপার স্বাভাবিক আছে।

এদিকে হিলি বন্দরের বে-সরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল জানিয়েছেন, ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক দিনের জন্যে বন্দরের আমদানী-রফতানি বন্ধ রেখেছেন ভারতের ব্যবসায়ীরা।

ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানী-রফতানি বাণিজ্য বন্ধ রযেছে। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠা-নামা ও ছাড় করনের কাজসহ অন্যান্য কাজ স্বাভাবিক রয়েছে।

তবে আমদানী-রফতানি বন্ধ থাকলেও বন্দরের ওয়ার হাউজে পণ্য উঠা-নামা ও ছাড় করণের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ভয়েস টিভি/এমএইচ

You may also like