Home সারাদেশ ৩৪ কেজির বাঘাইড় বিক্রি হলো ৪৪ হাজারে

৩৪ কেজির বাঘাইড় বিক্রি হলো ৪৪ হাজারে

by Shohag Ferdaus
বাঘাইড়

৩৪ কেজি ২০০ গ্রাম ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ জেলেদের জালে ধরা পড়েছে। বিশাল এ মাছটি বিক্রি হয়েছে ৪৪ হাজার ২০০ টাকায়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় ২৮ আগস্ট শুক্রবার সকালে বাচ্চু হাওলদার নামে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।

বাচ্চু হাওলদার মাছটি সকাল ১০টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় বিক্রি করতে নিয়ে আসেন। এ সময় ঘাটের মাছ ব্যবসায়ী শাকিল সোহান এবং মৎস্য আড়তের মালিক মো. শাজাহান মিয়া সম্রাট ১৩০০ টাকা কেজি দরে মোট ৪৪ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন। মাছটি একনজর দেখতে ভিড় জমান স্থানীয়রা

মাছ ব্যবসায়ী মো. শাজাহান মিয়া সম্রাট বলেন, জেলে বাচ্চু হাওলদার সকালে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে তার জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। পরে তিনি মাছটি দৌলতদিয়া ঘাট এলাকায় বিক্রি করতে আনেন। ওজন দিয়ে দেখেন মাছটির ওজন ৩৪ কেজি ২০০ গ্রাম। সে সময় আমি এক হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনেছি।

ভয়েস টিভি/এসএফ

You may also like