Home সারাদেশ বাঘের আক্রমণে দুই সঙ্গী নিহতের খবর দিয়ে নিজেও নিখোঁজ

বাঘের আক্রমণে দুই সঙ্গী নিহতের খবর দিয়ে নিজেও নিখোঁজ

by Shohag Ferdaus
বাঘ

সুন্দরবনে বাঘের আক্রমণে দুই জেলে নিহত হয়েছে বলে মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে সংবাদ দিয়েছেন এক জেলে। এরপর থেকে ওই জেলেও নিখোঁজ রয়েছেন।

২১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত এখনো তাদের সন্ধান মেলেনি। তবে তাদের সন্ধান পেতে মাঠে নেমেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কৈখালী এলাকার বিপরীতে ভারতের পাইজুরি নামক খালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের কফিলউদ্দিনের ছেলে রতন (৪২), একই গ্রামের মনো মিস্ত্রীর ছেলে মিজানুর রহমান (৪০) এবং সাত্তারের ছেলে আবু মুসা (৪১)।

শ্যামনগন উপজেলার নীলডুমুর ১৭ বিজিবির সিও ইয়াছিন চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মৎস্যজীবী আবু মুসা তার স্ত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে জানায় রতন ও মিজানুরকে বাঘে ধরে মেরে ফেলেছে। আমি বেঁচে আছি। তারপর থেকে আবু মুসার মোবাইলটিও বন্ধ রয়েছে। তারা তিনজন একসঙ্গে ছিলেন।

তিনি বলেন, ঘটনাটি ঘটেছে সুন্দরবন ভারতের অংশের মধ্যে পাইজুরি (ম্যাপে নেই) খাল এলাকায়। ওই একটি মাত্র ফোন কলই ঘটনার সূত্র। এছাড়া এখনো কোন সূত্র আমরা পাইনি। সীমান্তের বিপরীতে ভারতীয় বিএসএফের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। তারা বলছেন, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে তারা আন্তরিক হয়ে অনুসন্ধান শুধু করছেন বলে জানিয়েছেন।

এদিকে, বিজিবির পক্ষ থেকে আমরাও আমাদের এলাকার মধ্যে অনুসন্ধান করছি। প্রকৃতপক্ষে ওই তিন জেলে বাঘের আক্রমণে নিহত হয়েছেন কিনা সেটি এই মুহূর্তে বলা যাবে না।

কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম জানান, রাত থেকে এখনো নিখোঁজ তিন জেলের সন্ধান মেলেনি। রহস্যময় ঘটনার সৃষ্টি হয়েছে। ভিন্ন ভিন্ন তথ্য পাচ্ছি আমরা। মাছ বা কাকড়া ধরতে গেলে ভারতের মধ্যে যাবে কেন।

কৈখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোবারক হোসেন বলেন, ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটায় আমরা অসহায় হয়ে পড়েছি। ভারতে আমরা প্রবেশ করতে পারছি না। এ ঘটনায় এখনো কোনো রহস্য উৎঘাটন করা সম্ভব হয়নি।

ভয়েস টিভি/এসএফ

You may also like