কয়েক দিনের টানা বৃষ্টি ও বন্যার কারণে বরগুনার বাজারে কমেছে ইলিশের সরবরাহ। এছাড়া বৈরি আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে ইলিশ ধরতে পারছে না জেলেরা। ইলিশের আমদানি কম থাকায় দামও অনেক বেশি। দাম বাড়ায় বিপাকে পড়েছে ক্রেতারা।
আষাঢ়-শ্রাবণ ও ভাদ্র-আশ্বিন এই চারমাস ইলিশের ভরা মৌসুম থাকার কথা থাকলেও এবছর নদীতে মিলছেনা তেমন ইলিশ মাছ। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হলেও সাগর উত্তাল ও প্রতিকূল আবহাওয়া থাকায় গভীর সমুদ্রে ইলিশ আহরণে যেতে পারছেনা জেলেরা। এ কারণে বরগুনায় বাজারগুলোতে ইলিশের সরবরাহ কমে গেছে। এতে বাজারে বেড়েছে ইলিশের দাম। গত বছরের থেকে এ বছর প্রতি মন ইলিশের দাম বেড়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। এদিকে, বাজারে ইলিশের সরবরাহ কম ও দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা।
বরগুনা মাছ বাজার সমিতির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, সাগর উত্তাল ও প্রতিকূল আবহাওয়া থাকায় জেলেরা মাছ ধরতে পারছে না। গত মৌসুমের এই সময়ে আড়তে প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার মণ ইলিশ আমদানি হলেও বর্তমানে তা মাত্র ৩শ’ থেকে ৪শ’ মণ।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, জলবায়ু পরিবর্তন ও সাগর উত্তাল থাকায় জেলেরা মৎস্য শিকারে যাচ্ছে না। ফলে বাজারে ইলিশের সরবারাহ কম তাই দাম বেশি।
ভয়েসটিভি/এএস