Home সারাদেশ শেরপুরে লেপ-তোষকে বাজার দখল

শেরপুরে লেপ-তোষকে বাজার দখল

by Newsroom
বাজার

শেরপুরে জেঁকে বসেছে শীত। এতে লেপ-তোষক বানাতে ক্রেতারাও ভিড় করছে দোকানগুলোতে। অনেকেই আবার ব্যস্ত নিজের পুরনো লেপ-তোষক মেরামতে। তবে রেডিমেট কম্বল আর ম্যাট্রেস বাজার দখল করায় আগের মতো ব্যবসা আর নেই বলে জানিয়েছে কারিগর ও ব্যবসায়ীরা।

স্থানীয় কারিগররা জানান, করোনার কারণে গত বছরের তুলনায় এবারের শীতে লেপ-তোষকের চাহিদা কম। তাছাড়াও এই অঞ্চলে এখনও ধান কাটা পুরোপুরি শেষ হয়নি। তাই গ্রামাঞ্চল থেকে লেপ-তোষকের চাহিদা তেমন আসছেনা। আর শহরের লোকেরা রেডিমেট কম্বল, ম্যাট্রেস নেয়। তারা এখন লেপ তোষক ব্যবহার করে না বললেই চলে। তবে শীতের প্রকোপ এমন থাকলে ব্যবসা ভালোই হবে জানায় ধুনকাররা (কারিগর)।

জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহরের দোকানগুলোতে খোঁজ নিয়ে দেখা গেছে শীতের তীব্রতায় দোকানে ভিড় করছেন ক্রেতারা। ধুনকাররাও ব্যস্ত সময় পার করছেন।

পৌর শহরের আখেরমামুদ বাজারের ধুনকার শামসুল হক বলেন, এ বছর একটি লেপ তৈরি করতে ১ হাজার টাকা থেকে ১৫শত টাকা পর্যন্ত খরচ হচ্ছে। তোষক বানাতে খরচ পড়ছে ১৫শত টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা। লেপ ও তোষকে বিভিন্ন ধরনের তুলা ব্যবহার করা হয়।

প্রতি কেজি তুলা ৪০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত। লেপের জন্যে ব্যবহার হয় কার্পাস, ফোম, ফাইবার ও শিমুল তুলা এবং তোষকের জন্যে ব্লেজার (গার্মেন্টস) তুলা ও উল ব্যবহার হয়।

আরও পড়ুন : দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

ভয়েস টিভি/এমএইচ

You may also like