Home অর্থনীতি বাজেট কার্যকর না হতেই পণ্যের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা

বাজেট কার্যকর না হতেই পণ্যের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা

by Newsroom

নিয়ামুল আজিজ সাদেক: বাজেট কার্যকর না হতেই কিছু পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এরমধ্যে শিশু খাদ্য, গুড়া দুধ, সিগারেট এবং সবজির দাম বেড়েছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। তবে মাছ, মাংস, ডাল চালের দাম আগের অবস্থায় আছে। বাজেটে মোবাইল ফোনের কলরেটের দাম বাড়ানো নিয়েও ক্ষোভ আছে অনেকের।

রাজধানীর হাতিরপুল বাজারে মাত্র ২ দিনের ব্যবধানে গুড়া দুধ ও শিশুখাদ্যের দাম বেড়েছে প্যাকেট প্রতি ১৫-২০ টাকা। বিক্রেতারা বলছেন, কোম্পানী থেকে দাম বাড়ানোয় তাদের কিছু করার নেই।

এদিকে, বাজেট ঘোষণার বেশ কয়েকদিন আগেই দাম বেড়েছে সব ধরণের সিগারেট ও বিড়ির। বেড়েছে প্রতি শলাকায় ২/৩ টাকা। তবে বাজেটে মোবাইল ফোনের কলরেটের দাম বাড়নোর প্রস্তাব যথাযথ হয়নি বলে মনে করেন অধিকাংশ মানুষ।

এছাড়া চাল, ডাল আর নিত্য পণ্যের দামে তেমন হেরফের হয়নি বলে জানান অনেক ক্রেতা। আর মধু,গুড়া দুধ,আমদানি করা পণ্যের ওপর দাম কমানোর দাবি করেছেন ক্রেতারা।

You may also like