Home জাতীয় বাজেট নিয়ে ফেসবুকে অর্থমন্ত্রীর পোস্ট

বাজেট নিয়ে ফেসবুকে অর্থমন্ত্রীর পোস্ট

by Shohag Ferdaus
পোস্ট

করোনাভাইরাস মহামারিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। বিশেষ করে করোনার প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের বিশেষ ‘সাপোর্ট’ দেয়ার কথা বলা হচ্ছে। অর্থাৎ কাজ হারানোরা যাতে কাজ ফিরে পান, যাদের বেতন কমেছে, তারা যাতে আগের বেতনে ফিরতে পারেন, সেই উদ্যোগ থাকবে নতুন বাজেটে। সার্বিকভাবে ব্যবসা-বাণিজ্য চাঙা করে অর্থনীতির মেরুদণ্ড ফের খাড়া করতে চায় সরকার।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ বৃহস্পতিবার তার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, “জীবন জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় ও আগামীর পথে বাংলাদেশ জাতীয় বাজেট ২০২১-২২।” অর্থমন্ত্রী জাতীয় সংসদে প্রবেশের সময় তার নিজের গাড়ি থেকে নামার বেশ কয়েকটি ছবিও আপলোড করেছেন।

বেলা ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এটি অর্থমন্ত্রীর জন্য তৃতীয় বাজেট। নতুন বাজেটে মোট ব্যয়ের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। মোট আয় ৩ লাখ ৯২ হাজার ৪৯০ কোটি টাকা। ঘাটতি (অনুদানসহ) ২ লাখ ১১ হাজার ১৯১ কোটি টাকা। এটি মোট জিডিপির ৬ দশমিক ১ শতাংশ।

ভয়েস টিভি/এসএফ

You may also like