Home সারাদেশ ঘুষ বাণিজ্যের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

ঘুষ বাণিজ্যের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

by Newsroom

নীলফামারীর ডোমারে পাঙ্গা চৌপথি আব্দুল মজিদ আলীম মাদরাসায় চতুর্থ শ্রেণির তিনটি পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। ৯ নভেম্বর সোমবার দুপুরে ভুক্তভোগী এবং এলাকাবাসীর ব্যানারে ডোমার-ডিমলা সড়কে এই কর্মসুচী পালন করা হয়।

এতে বক্তব্য দেন নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া আব্দুল আজিজ, লাভলী বেগম, নুর জামান এবং এলাকাবাসীর মধ্যে তফিজার রহমান।

বক্তরা অভিযোগ করে বলেন, অফিস সহকারী কাম হিসাব সহকারী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে গত ছয় নভেম্বর রংপুর জেলার তারাগঞ্জের একটি মাদরাসায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘুষ বাণিজ্যের মাধ্যমে তিনটি পদে তিনজনকে নিয়োগ দেয় সভাপতি ও অধ্যক্ষ।

ভয়েস টিভি/এমএইচ

You may also like