Home বিশ্ব মাটিতে বসে বাতাসে খাওয়ার অনুভূতি দিচ্ছে গুজরাটি রেস্টুরেন্ট

মাটিতে বসে বাতাসে খাওয়ার অনুভূতি দিচ্ছে গুজরাটি রেস্টুরেন্ট

by Mesbah Mukul

খাবার গ্রহণের সময় কাস্টমারদের উড়ন্ত প্লেনের অনুভূতি দিতে ভারতের গুজরাটের ভাদোদারা জেলায় প্লেনের মধ্যে একটি রেস্টুরেন্ট চালু করা হয়েছে। এর মাধ্যমে কাস্টমাররা মাটিতে বসে ‘বাতাসে খাবার গ্রহণের’ আনন্দ উপভোগ করতে পারবেন বলে মনে করছে কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভাদোদারা শহরের মূল মহাসড়াকের পাশে অবস্থিত ‘হাইফ্লাই’ রেস্টুরেন্টটি বুধবার ২৭ অক্টোবর উদ্বোধন করা হয়।

এতে একসঙ্গে ১০৬ জন কাস্টমার খাবার খেতে পারবেন। ফ্লাইটের মতো এর মধ্যেও সেন্সর সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে কাস্টমাররা ওয়েটারকে তাদের কাঙ্ক্ষিত খাবারের জন্য অর্ডার করতে পারবেন।

রেস্টুরেন্টের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক মুখি এ বিষয়ে বলেন, আমরা রেস্টুরেন্টটি তৈরির জন্য ব্যাঙ্গালুরুর একটি কোম্পানির কাছ থেকে ৩২০ মডেলের একটি এয়ারবাস ক্রয় করি। এরপর এটি ভাদোদারায় নিয়ে এসে রেস্টুরেন্টের কাঠামো দেই।

রেস্টুরেন্টটি আপনাকে বাস্তব জীবনে প্লেনে ভ্রমণের আনন্দ দেবে দাবি করে তিনি আরও বলেন, এখানে পাঞ্জাবি, চাইনিজ, কন্টিনেন্টাল, ইটালিয়ান, মেক্সিকান এবং থাই খাবারের স্বাদ নিতে পারবেন গ্রাহকরা।

প্লেনে বোর্ডিংয়ের মতো বাস্তব আনন্দ দিতে রেস্টুরেন্টটিতে প্রবেশের সময় প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে বোর্ডিং পাস।

এ রেস্টুরেন্টের খাবারের দামের ব্যাপারে কোনো কিছু জানা যায়নি। তবে প্রথম দিন খাবার খাওয়ার পর অনেক ক্রেতা মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন : প্লেনের সিঁড়িতে ‘নাস্তানাবুদ’ বাইডেন

ভয়েসটিভি/এমএম

You may also like