Home সারাদেশ শ্রমিক নেতা বাদল আর নেই

শ্রমিক নেতা বাদল আর নেই

by Shohag Ferdaus

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র এবং সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল (৫৭) আর নেই। বাদল পরিবহন শ্রমিক ফেডরেশনের রংপুর বিভাগীয় সভাপতি এবং নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতিও ছিলেন।

১২ ডিসেম্বর শনিবার দুপুর ১টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ২ মেয়ে রেখে গেছেন।

উপজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বেড়ে যাওয়ায় তাকে রংপুরে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পজেটিভ ধরা পড়ে। পরবর্তীতে লাইফ সাপোর্টে রাখা হয় রংপুর সিএমএইচ হাসপাতালে। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনায় জানিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার প্রমুখ।

ভয়েস টিভি/এসএফ

You may also like