Home সারাদেশ বান্দরবানে দু’দলের গোলাগুলিতে নিহত ৬

বান্দরবানে দু’দলের গোলাগুলিতে নিহত ৬

by Amir Shohel
বান্দরবান

বান্দরবান সদরে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলিতে ৬ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। ৭ জুলাই মঙ্গলবার সকাল ৭টার দিকে জেলা সদরের বাগমারা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ৬ জন হলেন- প্রদিপ চাকমা, ডেভিড মারমা, জয় ত্রিপুরা, ডিতেন ত্রিপুরা, মিলন চাকমা ও রতন তঞ্চগ্যা। এরা সবাই জেএসএস এমএন লারমা গ্রুপের সদস্য বলে জানা গেছে।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন- নিইয় চাকমা, বিদ্যুৎ ত্রিপুরা ও হ্লাওয়ংচি মারমা।

সকালে সশস্ত্র সন্ত্রাসীদের দুই গ্রুপের গোলাগুলি শুরু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ সময় জেএসএস এমএন লারমা গ্রুপের ৬ সদস্য নিহত হন।

উপজেলার ৬নং নোয়াপতং ইউনিয়নের সদস্য মিচি মার্মা বলেন, গুলিবিদ্ধ ৩ জনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর পুরো এলাকা ঘিরে রেখেছে যৌথ বাহিনীর সদস্যরা। এ ঘটনার পর জেলা শহরে আতংক বিরাজ করছে।

বিষয়টি নিয়ে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, দুই পক্ষের বন্দুকযুদ্ধে ছয় জন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং গুলিবিদ্ধ হয়েছে আরও তিন জন।

আইনশৃঙ্খলা বাহিনী নিহত ও আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসছেন। ঘটনা তদন্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

সম্পাদনা : আমির

You may also like