3
টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। এতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মুর্শেদী।
৩ অক্টোবর শনিবার দুপুর ২টা থেকে হোটেল সোনারগাঁওয়ে ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হয় এবং সোয়া ৭টায় ফলাফল প্রকাশ হয়।
চার বছর পরপর অনুষ্ঠিত বাফুফের এই নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ ছিল সোনারগাঁওয়ে। এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই কাউন্সিলর, প্রার্থী, সাংবাদিকদের পদচারণায় মুখরিত ছিল হোটেল।
এর আগে শনিবার সকাল ১১টা থেকে শুরু হয় বাফুফের বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সেখানে বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট নিয়ে আলোচনা হয়।
ভয়েস টিভি/এমএইচ