Home বিশ্ব মাস্ক কেনার টাকা নেই, বাবুই পাখির বাসা মুখে বেঁধে সরকারি অফিসে

মাস্ক কেনার টাকা নেই, বাবুই পাখির বাসা মুখে বেঁধে সরকারি অফিসে

by Shohag Ferdaus
বাসা

করোনা মহামারির এই পৃথিবীতে অভূতপূর্ব, অনভিপ্রেত অনেক কিছুই আমাদের সামনে আসছে। ভারতের তেলঙ্গনার এক পশুপালকের কাছে মাস্ক কেনার টাকা নেই। অথচ তাকে সরকারি দফতরে যেতে হবে, সেখানে মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। তাই বাবুই পাখির বাসা মুখে বেঁধে চলে গেলেন সেই সরকারি দফতরে।

ভারতজুড়ে করোনার সংক্রমণ বাড়ায় নিয়মবিধি কঠোর হয়েছে প্রায় সব রাজ্যেই। তেলঙ্গনাতেই মাস্ক না পরে রাস্তায় বের হলে ১০০০ রুপি জরিমানা। তাই তিনি মুখে বাবুই পাখির বাসা বেঁধে বের হন। বাবুই পাখির বাসা পরিহিত ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই সঙ্গে দাবি উঠেছে, যারা মাস্ক কিনতে অসমর্থ, তাদের জন্য সরকারি অফিসে মাস্কের ব্যবস্থা রাখা হোক।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মেহবুবনগর জেলার চিন্নামুনুগাল এলাকার বাসিন্দা মেকালা কুরমাইয়া অতি দরিদ্র এক পশুপালক। মাস্ক কেনার অর্থ নেই তার। কিন্তু মাস্ক ছাড়া সরকারি অফিসে ঢুকতে দেয়া হবে না তা জানেন মেকালা। তাই নিজেই বানালেন মাস্ক। ঠিক বানানো নয়, বাবুই পাখির বাসা মুখে লাগিয়ে যান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like