Home সারাদেশ আল্লামা শফীর পদে ৩ শিক্ষক, ছেলের পদে বাবুনগরী

আল্লামা শফীর পদে ৩ শিক্ষক, ছেলের পদে বাবুনগরী

by Shohag Ferdaus
বাবুনগরী

হাটহাজারীর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা পরিচালনার জন্য মাদ্রাসার তিনজন সিনিয়র শিক্ষককে অন্তবর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন- মুফতী আবদুস সালাম, আল্লামা শেখ আহমদ এবং মাওলানা ইয়াহিয়া। একই সঙ্গে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীকে মাদ্রাসার ‘প্রধান শায়খুল হাদিস’ হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।

১৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে আল্লামা আহমদ শফীর দাফনের পর হাটহাজারী মাদ্রাসার মজলিশে শুরা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে শুরা সদস্য মাওলানা নোমান ফয়েজী জানান, বড় হুজুরের (আল্লামা শাহ আহমদ শফী) ইন্তেকালের পর মাদ্রাসা পরিচালনার জন্য মুহতামিমের দায়িত্ব দেয়া হয়েছে যৌথভাবে মুফতী আবদুস সালাম, আল্লামা শেখ আহমদ এবং মাওলানা ইয়াহিয়াকে। একই সঙ্গে হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার শিক্ষা পরিচালক ও প্রধান শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এছাড়া মাওলানা হাফেজ শোয়াইবকে মাদ্রাসার সহকারী শিক্ষা পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

১৯৮৬ সাল থেকে দেশের সবচেয়ে পুরনো এবং বড় কওমি মাদ্রাসা হিসেবে পরিচিত হাটহাজারী মাদ্রাসার মুহতামিম পদে দায়িত্ব পালন করে আসছিলেন আল্লামা শাহ আহমদ শফী

১৭ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ায় ওইদিন মধ্যরাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১৮ সেপ্টেম্বর বিকেলে তাকে ঢাকার আসগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ভয়েস টিভি/এসএফ

You may also like