Home খেলার খবর পয়েন্ট টেবিলের শীর্ষ দল রিয়াল সোসিয়েদাদকে হারাল বার্সেলোনা

পয়েন্ট টেবিলের শীর্ষ দল রিয়াল সোসিয়েদাদকে হারাল বার্সেলোনা

by Imtiaz Ahmed

জমজমাট ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রোনাল্ড কোম্যান এর দল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রিয়াল সোসিয়েদাদকে হারাল বার্সেলোনা।

লা লিগায় গতকাল বুধবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। সোসিয়েদাদের পক্ষে একমাত্র গোলটি করেন উইলিয়ান জোস। বার্সেলোনার হয়ে দুটি গোল করেন জর্দি আলবা ও ফ্রেংকি ডি ইয়ং। বার্সেলোনা আসরে এই প্রথম টানা দুই ম্যাচে জয় তুলে নিল।

অন্যদিকে জয়ের ছন্দে থাকা সোসিয়েদাদ মাঝ পথে ফর্ম হারিয়েছে। গত তিন ম্যাচে পয়েন্ট হারিয়েছে তারা। এবার হেরে গেল প্রতিযোগিতার সর্বোচ্চবার চ্যাম্পিয়ানদের কাছে।

ন্যু-ক্যাম্পে এদিন ম্যাচের ২৭ মিনিটে প্রথম কর্নার পায় সোসিয়েদাদ। সেখান থেকে সোসিয়েদাদকে এগিয়ে নেন উইলিয়ান।

অবশ্য এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ টেকেনি অতিথি শিবিরে। পাল্টা আক্রমণে ৩১ মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান জর্দি আলবা। প্রতিপক্ষের ডি-বক্সের মধ্যে ফাঁকায় পেয়ে জোরালো শটে জাল খুঁজে নেন স্প্যানিশ তারকা।

৪২ মিনিটে স্কোরলাইন ২-১ করেন ডি ইয়ং। বাঁ দিক থেকে আলবার ক্রস ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন ইয়ং। এরপর শেষের দিকে আর কোনো গোল এলে ২-১ ব্যবধানের স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে কোম্যান শিষ্যরা।

এই হারের মাধ্যমে শীর্ষস্থান হারাল সোসিয়েদাদ। সমান ২৬ পয়েন্ট নিয়েই এখন গোল ব্যবধানে এগিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ। ১৩ ম্যাচ খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্টও ২৬। ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ভিয়ারিয়াল। ২০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বার্সেলোনা।

ভয়েস টিভি / আইএ

You may also like