Home জাতীয় বার কাউন্সিল পরীক্ষায় কেন্দ্র ভাঙচুর : ২৪ আসামি রিমান্ডে

বার কাউন্সিল পরীক্ষায় কেন্দ্র ভাঙচুর : ২৪ আসামি রিমান্ডে

by Newsroom
বার

বাংলাদেশ বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র কঠিন দাবি করে কেন্দ্রের ভেতরে বিক্ষোভ ও ভাঙচুরে ঘটনায় প্রায় এক হাজার জনকে আসামি করে তিন থানায় পাঁচ মামলা করা হয়েছে। এ মামলায় গ্রেফতার ৪৯ জনের মধ্যে ২৪ জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

২০ ডিসেম্বর রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাদেরকে একদিন করে রিমান্ড আদেশ দেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন এ বিষয়ে নিশ্চিত করে বলেন, রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক পৃথক মামলায় ৪৯ জনকে হাজির করেন। তদন্ত কর্মকর্তারা তিনদিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৪ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যদের কারাগারে পাঠিয়ে দেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ বলেন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। মামলায় ১৬ জনকে নামধারী এবং অজ্ঞাতনামা আরো ৫০০ জনকে আসামি করা হয়। মামলায় ১১ জনকে গ্রেফতার করে রিমান্ড চাওয়া হয়েছে।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার মোয়াজ্জেম হোসেন বলেন, বার কাউন্সিল পরীক্ষায় ভাঙচুরের ঘটনায় বিসিএসআইআর স্কুল কর্তৃপক্ষ একটি এবং পুলিশ বাদী হয়ে দুটিসহ মোট তিনটি মামলা দায়ের করে। এ ঘটনায় মোট ৩৭ জনের নাম উল্লেখ করে ২৫০ জনকে আসামি করা হয়। এসব মামলায় ৩৭ জনকে গ্রেফতার করে রিমান্ডে পাঠানো হয়েছে।

সূত্রাপুর থানার দায়িত্বরত কর্মকর্তা বলেন, বার কাউন্সিল পরীক্ষার ঘটনায় একটি ভাঙচুরের মামলা করা হয়েছে। মামলায় কতজনকে আসামি করা হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি বলতে পারেননি। তবে এ ঘটনায় একজনকে গ্রেফতার করে রিমান্ডের জন্যে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার রাজধানীর নয়টি কেন্দ্রে সকাল ৯টা থেকে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্যে বার কাউন্সিলের লিখিত পরীক্ষা শুরু হয়। এতে ১৩ হাজারের অধিক শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে ‘প্রশ্ন কঠিন হয়েছে’ এমন দাবি তুলে পরীক্ষা বর্জন দুটি কেন্দ্রের শিক্ষার্থীরা। পরে তারা বিক্ষোভ মিছিল কারা কেন্দ্র দুটিতে ভাঙচুর করে।

আরও পড়ুন : প্রশ্নপত্র কঠিনের অভিযোগ এনে আইনজীবীদের বিক্ষোভ-ভাঙচুর

ভয়েস টিভি/এমএইচ

You may also like