Home সারাদেশ ইউপি সদস্যের নেতৃত্বে বাল্যবিয়ে সম্পন্ন!

ইউপি সদস্যের নেতৃত্বে বাল্যবিয়ে সম্পন্ন!

by Newsroom
বাংলাদেশে বাল্যবিয়ে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোনায়েম খানের নেতৃত্বে বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ২ অক্টোবর শুক্রবার রাতে  ইউনিয়নের কাজীপাড়া কৈট্টা এলাকার মৃত কানাই মিয়ার ছেলে রিপনের সঙ্গে গোলড়া পূর্বপাড়া এলাকার অখিল মিয়ার মেয়ের এ বাল্যবিয়ে সম্পন্ন হয়।

পরদিন ৩ অক্টোবর শনিবার দুপুরে রিপনের বাড়িতে ধুমধামে বৌ-ভাতের আয়োজন করা হয় বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বাল্যবিয়ের খবর জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কন্যার পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়। কিন্তু এ বিষয়ের তোয়াক্কা না করে ইউপি সদস্য মোনায়েম খানের নেতৃত্বে পুনরায় বিয়ে সম্পন্ন হয়। এসব বিষয়ে জানতে ওই ইউপি সদস্যকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসে তলব করা হয়েছে বলে জানা গেছে।

কনের ফুফাতে ভাই মজনু মিয়া বলেন, কনের বয়স এখনো ১৮ বছর না হলেও ভালো ছেলে পাওয়ায় বিয়ে দেয়া হল। বিয়ে পণ্ড করতে উপজেলা থেকে লোকজন এসেছিল। তবে মেম্বারের সহযোগিতা ও পরার্মশে কনেকে তুলে দেয়া হয়েছে ।

ইউপি সদস্য মোনায়েম খান বলেন, সামাজিকতা রক্ষার জন্যে স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যেতে হয়। বয়স ১৮ বছরের কম হলেও মেয়েটি বিয়ের উপযুক্ত । তবে ইউএনও অফিস থেকে লোকজন আসার পর মেয়েকে ছেলের বাড়িতে না পাঠানোর জন্যে অভিভাবকদের বলেছি।

ইউএনও আশরাফুল আলম বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে উপজেলা প্রশাসন থেকে লোকজন পাঠানো হয়েছিল । প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কনেকে বরের বাড়ি পাঠাবে না বলে মুচলেকা দিয়েছে কনের অভিভাবক । আর এই বিষয়ের সঙ্গে স্থানীয় ইউপি সদস্যের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ভয়েস টিভি/এমএইচ

You may also like