Home সারাদেশ বাসের ধাক্কায় দুজন নিহত

বাসের ধাক্কায় দুজন নিহত

by Newsroom

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরো তিনজন গুরুত্র আহত হন। ৯ অক্টোবর শুক্রবার বেলা ২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গালাহার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হালুয়াঘাট উপজেলার গাবরকুড়া এলাকার বাসিন্দা সাব্বির। অপরজনের পরিচয় এখনো জানা যায় নি।

দূর্ঘটনায় আহতরা হলেন- ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়নাল আবেদীনের ছেলে মাহিন, নরসিংদীর মনোহরদি উপজেলার মো. নাছির মিয়া ও নূর ইসলাম। তাদের গুরুতর আহত অবস্থায়  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নান্দাইলগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটিকে টেনে কিছু দূর নিয়ে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে গুরুত্বর অবস্থায় চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটেছে। বাসটিকে জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।

ভয়েস টিভি/এমএইচ

You may also like