Home সারাদেশ বাস উল্টে প্রাণ গেলো চার জনের, আহত ৩০

বাস উল্টে প্রাণ গেলো চার জনের, আহত ৩০

by Newsroom

ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

২০ জানুয়ারি বুধবার দুপুর ১২ টার দিকে এক্সপ্রেস হাইওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা  নিহত ও আহতদের উদ্ধার করে।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান, কাঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী দুরন্ত পরিবহন নামের যাত্রীবাহীবাস (ঢাকা মেট্রো-ব-১১-৩১১৪) নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেস হাইওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় সড়ক বিভাজনের উপর উঠে  উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। আহত হয় অন্তত বাসের আরো ৩০ যাত্রী। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে আরো একজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, বাসের নিচ থেকে ২ জনের ও ভিতর থেকে ১ জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত হয়েছে অন্তত ৩০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, নিহত ৪জনের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ। পুরুষের পরিচয় জানা গেলেও এখনো ৩ নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।

নিহত ওই পুরুষের নাম আ.রশীদ (৫৫)। তিনি চুয়াডাঙ্গা জেলার পেয়ারাতলা এলাকার মোঃ আলমাসের ছেলে। এদিকে নিহত একজন নারীর নাম নুরজাহান (৩৫) জানা গেছে, তবে তার পূর্নাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

গুরুতর আহতদের মধ্যে আল-আমিন (১৯), মোঃ হুসাইন মোল্লা (৩০), মোঃ জাকির (৩০), রফিকুল ইসলাম (৬), আলেক সর্দার (৭৫), নুরজাহান (৪০), নুরুল আমিন (৪৫), রুপা আক্তার (৭), আব্দুর রহিম (১২), আবু হানিফ (৩২), সেন্টু মাতুব্বর (৩৫), সাব্বির (২০), সজীব মালো (২০), বর্ষা (২০) সহ অন্তত ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মাহাতাব উদ্দিন ভয়েস টিভিকে জানান, দুপুর ১২ টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার অভিযান চালায়।

বাসটির ভেতরে থাকা আহত যাত্রী সালাম জানান, হাইওয়ে এক্সপ্রেসওয়ের আইল্যান্ডের উপর নির্মাণ শ্রমিকেরা কাজ করতেছিল। বাসটির চালক সেন্টু মাতুব্বর বাসটিকে দ্রুত গতিতে টোলপ্লাজার ভেতরে প্রবেশ করাতে চেষ্টা করে।  ওইসময় আইল্যান্ডের অপর প্রান্তে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল। চালক দুর্ঘটনা এড়াতে অপর আইল্যান্ডের ভেতরে বাসটিকে প্রবেশ করাতে চেষ্টা করলে  নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠিয়ে দেয়। এতে করে বাসটি মুহূর্তের মধ্যে উল্টে যায়। সেসময় কয়েকজন যাত্রী বাস থেকে অপরদিকে পড়ে যায় এবং অনেক যাত্রী বাসটির নিচে চাপা পড়ে। স্থানীয় শ্রমিক ও সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে অনেক যাত্রীকে উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা শাকির হোসেন অভিযোগ করে বলেন, বগাইল টোলপ্লাজার চারপাশে নিয়মবর্হিভুত ভাবে এবং ভাঙ্গা চৌরাস্তার ফ্লাইওভারের চারপাশে এবং বরিশাল সড়কের কুমার নদীর উপর ফোর লেন ব্রীজের উপর বাস, ইজিবাইক, মাহিন্দ্রা, সোনার বাংলা নামক বিভিন্ন যানবাহন পার্কিং করে রাখা হয়। এতে করে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মহসিন ফকির জানান, গুরুতর আহত ১৫ জনকে ভর্তি করা হয়েছে। এদের অনেকের হাত, পা, মাথা থেতলে গিয়েছে। চিকিৎসা চলছে, আশংকাজনকদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেজবাউল খান ফরহাদ জানান, গুরুতর আহত ১০জনকে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে ভর্তিকৃত রোগীর মধ্যে এক জনের অবস্থা আংশকাজনক।

ভয়েস টিভি/ডিএইচ

You may also like