Home সারাদেশ বাস ভাড়া বাড়ানোর সমালোচনা করলেন মির্জা ফখরুল

বাস ভাড়া বাড়ানোর সমালোচনা করলেন মির্জা ফখরুল

by Newsroom
ফখরুল

ভয়েস রিপোর্ট: বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বাস মালিকদের স্বার্থেই এটা করা হয়েছে।
সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন মির্জা ফখরুল। বাসভাড়া ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুলবলেন, এটা অমানবিকতা। কম আয়ের মানুষই বাসে ওঠে। কার স্বার্থে বাস ভাড়া বাড়ানো হলো। ভাড়া বাড়ানোর পরও মালিকদের অনুদান দেয়া হচ্ছে। তার মতে পুরো বিষয়টা হয়েছে লুটপাটের জন্য।

You may also like