Home বিশ্ব ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে বাহরাইনে বিক্ষোভ চলছেই

ইসরায়েলের সঙ্গে চুক্তির প্রতিবাদে বাহরাইনে বিক্ষোভ চলছেই

by Shohag Ferdaus
বাহরাইনে

ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে সই করার পর বাহারাইনে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে।

নিরাপত্তা বাহিনীর কঠোর প্রস্তুতির মুখেও বিক্ষোভকারীরা রাজধানী মানামাসহ সারাদেশে প্রতিবাদ মিছিল নিয়ে রাস্তায় নামেন। বাহরাইনের লুলু স্যাটেলাইট টেলিভিশনের খবরে এ বিক্ষোভের তথ্য জানানো হয়।

বিক্ষোভকারীরা এসময় আমেরিকা ও ইসরায়েলের ধ্বংস কামনা করে লেখা ব্যানার এবং ফেস্টুন প্রদর্শন করেন। এসময় তারা ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দেন। বিক্ষোভকারীদের হাতে ফিলিস্তিনের ছোট-বড় বিভিন্ন আকারের পতাকাও দেখা যায়।

বিক্ষোভকারীরা জানিয়েছেন, বাহরাইনের জনগণ ফিলিস্তিনি জনগণের পাশেই রয়েছে।

ভয়েস টিভি/এসএফ

You may also like