Home ভিডিও সংবাদ গাইবান্ধায় বাড়ছে নদ-নদীর পানি, দুর্ভোগে দেড়লাখ মানুষ

গাইবান্ধায় বাড়ছে নদ-নদীর পানি, দুর্ভোগে দেড়লাখ মানুষ

by Newsroom

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়াসহ সবকটি নদ-নদীর পানি বাড়ছে। এরইমধ্যে জেলা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফলছড়ি উপজেলার ২৬ ইউনিয়নের ৬০ গ্রামের অন্তত দেড়লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছেন।

অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে অন্যান্য বছরের মতো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে যে কোনো সময় ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। তাই বন্যা আতঙ্কে রয়েছে জেলার কয়েক লাখ মানুষ ।

এদিকে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুই লক্ষাধিক মানুষ বন্যা অতঙ্কে রয়েছেন। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ চরম হুমকির মুখে।

ফুলছড়ি উপজেলার গজারিয়া, খাটিয়ামারী ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত । এ উপজেলার প্রায় ১৫টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়া সাঘাটা উপজেলার হলদিয়া ও জুমারবাড়ি ইউনিয়নের সাঘাটা উপজেলার হলদিয়া, পালপাড়া, চিনিরপটল, চকপাড়া, পবনতাইড়, থৈকরপাড়া, বাঁশহাটা, মুন্সিরহাট, গোবিন্দি, নলছিয়াসহ অন্তত ১৫ গ্রাম প্লাবিত হয়েছে।

ভয়েসটিভি /গাইবান্ধা প্রতিনিধি/দেলোয়ার

You may also like