Home সারাদেশ নোয়াখালীতে বাড়ছে সংক্রমণ, বাড়ি ভিত্তিক লকডাউনের চিন্তা

নোয়াখালীতে বাড়ছে সংক্রমণ, বাড়ি ভিত্তিক লকডাউনের চিন্তা

by Shohag Ferdaus
লকডাউনের

নোয়াখালীতে ফের করোনা সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলতি মাসে যা সর্বোচ্চ শনাক্ত। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৮ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে মারা গেছেন ১১৯ জন রোগী।

আগামী জুন থেকে জেলায় বাড়ি ভিত্তিক লকডাউন করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

২৯ মে শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, জেলায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই আগামী মাস থেকে যে বাড়িতে করোনা রোগী পাওয়া যাবে ওই বাড়ি লকডাউন করা হবে। সংক্রমণ রোধে জনগনকে সচেতন থাকতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি।

তিনি আরও জানান, গতকাল জেলার ৩টি ল্যাবে ৪১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ৯৩ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে জেলার সদর উপজেলায় ৬০ জন রোগী রয়েছে।

এছাড়াও সুবর্ণচরে ৪, বেগমগঞ্জে ৯, সোনাইমুড়ীতে ২, চাটখিলে ২, কোম্পানীগঞ্জে ১০ ও কবিরহাট উপজেলায় ৬ জন রোগী রয়েছে। নতুন আক্রান্তের হার শতকরা ২২ দশমিক ৬৩ শতাংশ। আইসোলেশনে রয়েছেন ২ হাজার রোগী। কোভিড ডেডিকেটেড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন এবং হাসপাতালে আইসোলেশনে রয়েছে আরও ১৩ জন করোনা রোগী।

ভয়েস টিভি/এসএফ

You may also like