Home সারাদেশ বাপের বাড়ি যেতে বাধা, রাগে শিশুকে হত্যা করল মা

বাপের বাড়ি যেতে বাধা, রাগে শিশুকে হত্যা করল মা

by Shohag Ferdaus
মা

ময়মনসিংহের নান্দাইলে মনিরা নামে ১০ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা স্বপ্না আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।
আটককৃত স্বপ্না উপজেলার বনাটি গ্রামের আবদুল কাইয়ুমের স্ত্রী।

২৬ ডিসেম্বর শনিবার দুপুরে উপজেলার বনাটি গ্রামে এ ঘটনা ঘটে। স্বপ্নার বাবার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার স্বপ্না তার বাবার বাড়ি কিশোরগঞ্জে যেতে চেয়েছিল। কিন্তু তার স্বামী আব্দুল কাইয়ুম যেতে নিষেধ করেন। পরে রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী দুজনই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে স্বপ্নাকে বিছানায় না পেয়ে বাইরে গিয়ে খোঁজাখুঁজি করেন তার স্বামী। রাতভর খুঁজেও স্ত্রীকে পাননি আব্দুল কাইয়ুম। সকালে বাড়ির অন্য সদস্যরা বাড়ির পাশে পুকুরে শিশু মনিরার মরদেহ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বপ্নাকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ভয়েস টিভি/এসএফ

You may also like