Home জাতীয় ওমরাহ’র জন্যে খুলছে বায়তুল্লাহ

ওমরাহ’র জন্যে খুলছে বায়তুল্লাহ

by Shohag Ferdaus
বায়তুল্লাহ

স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশে মক্কার বায়তুল্লাহ খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। মসজিদুল হারাম এবং হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারতের জন্যে মসজিদে নববী চার ধাপে খুলে দেয়া হবে।

প্রথম ধাপে, চার অক্টোবর থেকে শুধু সৌদির অভ্যন্তরে বসবাসরত দেশটির নাগরিক এবং বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা মেনে মোট ধারণক্ষমতার ৩০ শতাংশ অর্থাৎ দৈনিক প্রায় ছয় হাজার মানুষ ওমরাহ পালন করতে পারবেন।

দ্বিতীয় ধাপে, ১৮ অক্টোবর থেকে স্বাস্থ্য সতর্কতা মেনে দিনে প্রায় ১৫ হাজার ওমরাহ পালনকারী এবং ৪০ হাজার মুসল্লি মসজিদুল হারামে ওমরাহ, নামাজ আদায় এবং মসজিদে নববীতে নামাজ পড়তে পারবেন।

তৃতীয় ধাপে, ১ নভেম্বর থেকে করোনার বিপদ শেষ হয়েছে এই মর্মে ঘোষণা না দেয়া পর্যন্ত সৌদি নাগরিক ও বিদেশিরা স্বাস্থ্য সতর্কতা মেনে মসজিদুল হারামে ওমরা ও নামাজ আদায় এবং মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারাত করতে পারবেন।

চতুর্থ ধাপে, করোনার বিপদ শেষ হয়েছে এমন ঘোষণার পর সবাই পূর্বের ন্যায় ওমরাহ করতে পারবেন।

এর আগে বিভিন্ন দেশে করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে গত ২৭ ফেব্রুয়ারি  বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন ও ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দেয়া হয়। এর এক সপ্তাহ পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যেও এই আদেশ জারি করা হয়।

ভয়েস টিভি/এমএইচ/এসএফ

You may also like