Home সারাদেশ হেফাজতের হরতালের দিন রাজশাহীতে বিআরটিসিরি দুই বাসে আগুন

হেফাজতের হরতালের দিন রাজশাহীতে বিআরটিসিরি দুই বাসে আগুন

by Shohag Ferdaus
আগুন

রাজশাহীর ট্রাক টার্মিনালে বিআরটিসির দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ২৮ মার্চ রোববার সকাল ৬টার দিকে মহানগরীর আমচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে এই বাসে আগুন দেয়া হয়েছে কিনা তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ।

জানা যায়, ট্রাক টার্মিনালে পাশাপাশি থাকা দুটি পরিত্যক্ত বাসের একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে বাসটি পুরোপুরি পুড়ে গিয়ে অন্যটিতেও আগুন ধরে যায়। এতে দ্বিতীয় বাসটি আংশিক পুড়ে গেছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

নগরীর শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, হরতালের নামে নাশকতা সৃষ্টি করতেই এই আগুন দেয়া হয়েছে কিনা তা আমরা নিশ্চিত নই। বাস দুটি ট্রাক টার্মিনালের ভেতর ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এরপর বালু দিয়ে আমরা আগুন নেভানোর চেষ্টা শুরু করি। পরে ফায়ার সার্ভিস আসে।

তিনি আরও বলেন, আমরা বাসের আশেপাশে কাউকে দেখিনি। টার্মিনালের আশেপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে কিছু জানা যায়নি। কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

ভয়েস টিভি/এসএফ

You may also like