Home রাজনীতি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ, গ্রেফতার ২

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ, গ্রেফতার ২

by Amir Shohel

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে আজ প্রতিবাদ মিছিল করবে বিএনপি। ২৬ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল হওয়ার কথা রয়েছে।

ইতোমধ্যে সকাল থেকে বিএনপি কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ। এ সময় দু’জনকে গ্রেফতার করতে দেখা গেছে।

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সকালে বলেন, বিএনপি অফিসের সামনে সব সময়ই পুলিশ থাকে। এ আর নতুন কী?

তিনি বলেন, আমাদের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করবোই।

এদিকে দলীয় অফিসের গেটের সামনে দাঁড়িয়ে কিছু নেতাকর্মীকে মিছিল দিতে দেখা যাচ্ছে।

বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, তাদের বিএনপি কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। এছাড়া পল্টন কার্যালয়ের সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না পুলিশ। বিএনপির দুই কর্মীকে গ্রেফতারের অভিযোগ করেছেন দলটির নেতারা।

বিষয়টি নিয়ে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরণ বারী জানান, পল্টনে কোনো সংঘর্ষের ঘটনা নেই। তবে এখানে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভয়েসটিভি/এএস

You may also like