Home রাজনীতি বিএনপির ‘সম্প্রীতি মিছিল’ পুলিশের বাধায় পণ্ড

বিএনপির ‘সম্প্রীতি মিছিল’ পুলিশের বাধায় পণ্ড

by Amir Shohel

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিএনপির সম্প্রীতি মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।

২৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় অফিসের সামনে জড়ো হয়ে মিছিল করে।

এরপর সমাবেশ করে প্রায় এক ঘণ্টা। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সমাবেশ শেষ করে মিছিল নিয়ে নাইটিংগেলের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ টিয়ারসেল ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের সরিয়ে দেয়।

তবে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মিছিল করছি না, সম্প্রীতি রক্ষার স্বার্থে আমরা মিছিল করছি না।’

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে নয়াপল্টন থেকে প্রেসক্লাব পর্যন্ত এ কর্মসূচি ২৫ অক্টোবর সোমবার ঘোষণা করা হয়েছিল।

ভয়েসটিভি/এএস

You may also like